উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সম্প্রতি পশ্চিমবঙ্গের ব্রজেরগ্রাম ও বাঁদড়াতে দুটি নতুন শাখা চালু করেছে। এর মাধ্যমে রাজ্যে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হলো। কলকাতা ও আশপাশের এলাকায় ছোট ব্যবসা, নতুন বাড়ির মালিক এবং স্বনির্ভর মানুষদের বহুমুখী আর্থিক চাহিদা পূরণ করাই এই সম্প্রসারণের মূল লক্ষ্য। নতুন শাখার বৈশিষ্ট্য মাইক্রো-ব্যাংকিং মডেলে পরিচালিত হবে। গ্রুপ লোন (GL) ও ইন্ডিভিজুয়াল […]

