ট্যাংরায় দুই বধূ-মেয়েকে খুন যে করা হয়েছে তা স্পষ্ট হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। অন্যদিকে, খাবারে বিষ মিশিয়ে দিয়ে প্রাণ নেওয়া হয়েছে দে পরিবারের নাবালিকার। তবে সেদিন রাতে গাড়ি নিয়ে কোথায়ই বা যাচ্ছিলেন দে পরিবারের পুরুষ সদস্যরা এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তাই এবার গোটা ঘটনার রহস্য ছেদ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পুলিশ-প্রশাসন। দুই বউকে […]

