আকারে ছোট পুজো। তবে উত্তর কলকাতার প্রখ্যাত পুজোর যদি একটা তালিকা তৈরি করা যায় তাহলে তার প্রায় প্রথম দিকেই থাকবে টালা ফ্রেন্ডসের অ্যাসোসিয়েশনের নাম। গত ১৮ বছর ধরে সাবেকি ঘরানার সঙ্গে থিমের এক অদ্ভুত মিশেলে পুজো করে আসছে এই টালা ফ্রেন্ডস। সাবেকিয়ানা তাদের ধরা পড়ে মাতৃ প্রতিমায় আর পুজো মণ্ডপ হয় কোনও একটা থিমকে কেন্দ্র […]