বিদেশি পর্যটকদের শিকার হিসেবে এবার বেছে নিচ্ছে রাজ্যের বানজারা গ্যাং। প্রথমে এরা ভিক্ষা চাওয়ার নামে একসঙ্গে ঘিরে ধরে। তারপর পায়ে পড়ে যাওয়া থেকে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করা এদের কৌশল। আদতে এই ভাবে এরা তাদের ‘শিকার’কে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করে। আর এই সুযোগেই পথচারীর পকেট থেকে টাকা, মোবাইল, কখনও বা মানিব্যাগ হাতিয়ে […]