Tag Archives: voice samples

সিবিআইকে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি আদালতের

শিক্ষক নিয়োগ মামলায় এবার সুজয়কৃষ্ণ ভদ্রর ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআইকে অনুমতি দিল বিশেষ আদালত। সঙ্গে আদালতের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি তাঁকে আদালতে পেশ করে তা সংগ্রহ করতে পারবেন তদন্তকারীরা। এরই পাশাপাশি শুক্রবার বিচারক এও জানান, সুজয়কৃষ্ণ চাইলে তবেই তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতে পারবে সিবিআই, তা নইলে নয়। এর […]