বর্জ্য পৃথকীকরণের জন্য এবার কলকাতা ও বিধাননগরে বিশেষ মেশিন বসাতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরে রাজ্যের আরও দুই শহরে তা বসানো হবে বলেও খবর মিলছে। একইসঙ্গে ও জানানো হয়েছে, এই যন্ত্রে সব ধরনের বর্জ্যই প্রক্রিয়াকরণের মাধ্যমে আলাদা করা যাবে। পচনশীল ও অপচনশীল, দু’ধরনের বর্জ্যের সাহায্যেই তৈরি হবে আরডিএফ। এই প্রসঙ্গে বলতে হয়, আরডিএফ হল কয়লার […]