‘ভোট নেই, জল নেই’। খাস কলকাতায় এমনই নাকি নিদান ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার। পাশাপাশি শাসকদলকে ভোট না দেওয়ার জেরে জলের কল তুলে দেওয়ার অভিযোগ উঠছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ভোট না দিলে জল পাওয়া যাবে না বলে নিদান দিয়েছেন তিনি। এ ব্য়াপারে বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে নালিশ জানিয়েছে ৪০ […]