Tag Archives: while renting

পুরীতে রুম ভাড়া করতে গিয়ে সরকারি ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে চিকিৎসক

ওড়িশা সরকারের ওটিডিসি পান্থনিবাসের নামে ভুয়ো ওয়েব সাইট ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে পুরীর পান্থ নিবাসে রুম ভাড়া করতে গিয়ে প্রতারণার শিকার এস‌এসকেএমের প্রাক্তন চিকিৎসক সঞ্জয় ঘোষ। এই ঘটনায় সার্ভে পার্ক থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।  সঞ্জয়বাবু জানান, গত বুধবার পুরীর সরকারি পান্থশালার রুম ভাড়া করার জন্য ইন্টারনেটে ওড়িশা সরকারের ওয়েবসাইটের খোঁজ করেন চিকিৎসক। সার্চ […]