বঙ্গ থেকে উৎখাত করতে হবে তৃণমূলকে, বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি পদে বসার পরই সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে এমনই বার্তা দিতে দেখা গেছে বিজেপির সঙ্গে কংগ্রেস এবং বাম কর্মীদেরও। আর এরই রেশ টেনে শমীক ভট্টাচার্য এও জানান, তৃণমূলকে উৎখাত করতে হলে সবার আগে দরকার বাম-কংগ্রেসকে পতাকা ফেলে একযোগে আন্দোলনে আসার। বিজেপির নতুন রাজ্য সভাপতির এই বার্তাই […]