ভারতের দ্রুততম বর্ধনশীল 3D প্রিন্টিং কোম্পানি WOL3D ইন্ডিয়া লিমিটেড এবার পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে কলকাতায় নতুন শাখা অফিস চালু করেছে। NSE Emerge-এ তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান জানায়, নতুন কেন্দ্রটি শুধু একটি অফিস নয়, বরং উদ্ভাবন ও সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রযুক্তি ও ব্যবসার কেন্দ্রে নতুন শাখা নতুন অফিসটি বিধাননগরের সেক্টর ফাইভে মার্লিন […]

