মা ফ্লাই ওভারের আর্চের ওপর উঠে আত্মহত্যার হুমকি এক যুবকের। তা জানতে পেরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ও দমকল। অনেক চেষ্টার পর নামান হয় ওই যুবককে। ঘটনার জেরে রবিবার ছুটির দিনে সকালে চাঞ্চল্য ছড়ায় মা ফ্লাই ওভার চত্বরে। এদিকে সূত্রে খবর, এদিন পার্ক সার্কাস এলাকায় মা ফ্লাই ওভারের আর্চের ওপরে উঠে পড়েন এক যুবক। ঠিক […]

