গত ২৫ জুন বিকেলের পর থেকে ঠিক কী কী ঘটেছিল তার বর্ণনা পুলিশের কাছে দিয়েচেন নির্যাতিতা। আর নির্যাতিতার সেই বয়ানের সঙ্গে মিলে গেছে সাত ঘণ্টার পাওয়া সিসিটিভি ফুটেজও৷ এই প্রসঙ্গে বলতেই হয়, নিজের বয়ানে নির্যাতিতা জানিয়েছিলেন, ওই দিন প্রথম জবরদস্তির সময় প্যানিক অ্যাটাক হয়েছিল তাঁর৷ সেই সময় মূল অভিযুক্ত মনোজিতের নির্দেশে নির্দেশে তাঁকে ওষুধের দোকান […]