ভারতের বৃহত্তম আতিথেয়তা সংস্থা দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (আইএইচসিএল) পশ্চিমবঙ্গে রাইচকের তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা খোলার কথা ঘোষণা করেছে। গঙ্গার শান্ত তীরে অবস্থিত এই নদীতীরে ঘেরা এই তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা বঙ্গের গ্রামীণ সৌন্দর্যের এক আত্মিক শ্রদ্ধাঞ্জলি।
এই প্রসঙ্গে আইএইচসিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও-সিইও পুণীত ছাতওয়াল জানান, ‘মহান গঙ্গার আর বঙ্গে উপকূলের মিলনমেলায় অবস্থিত রায়চক পরিবেশগত দিক দিয়ে একটি অনন্য সেটিং প্রদান করে যা বঙ্গের সমৃদ্ধ সারস্বরূপ। তাজ গঙ্গা কুটীর রিসোর্ট অ্যান্ড স্পার উদ্বোধনের সঙ্গে, আইএইচসিএল আমাদের দেশের বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত গন্তব্যগুলিতে সম্প্রসারণের প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে।’
প্রায় ১০০ একর জায়গায় বিস্তৃত, তাজ গঙ্গা কুটীর রিসোর্ট অ্যান্ড স্পা, রায়চকে রয়েছে ১৫৫টি দক্ষতার সঙ্গে ডিজাইনকৃত কক্ষ ও সুইট । যেগুলোতে গ্রামীণ মাধুর্য ফুটে উঠেছে এবং গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। অতিথিরা রিসর্টের স্বাক্ষর রেস্তোরাঁ মাচান এবং হাউস অফ মিং-এ মনোনীত রন্ধনশৈলী উপভোগ করতে পারবেন, যেগুলো নদীর মৃদু ছন্দ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। রিভার ভিউ লাউঞ্জ ও ভেরান্দা লাউঞ্জ আরামদায়ক পরিবেশে বিশ্রাম দেওয়ার সুবিধা দেয়, আর ইনফিনিটি-এজ পুল, আউটডোর পুল ও আধুনিক ফিটনেস সেন্টার পুনরুজ্জীবন ও বিনোদন প্রদান করে, সঙ্গে আছে ইনডোর গেমস ও আউটডোর স্পোর্টস কার্যক্রম। রিসোর্টটিতে তাজের স্বাক্ষর স্পা—জে ওয়েলনেস সার্কেলও থাকবে, যা সার্বিক কল্যাণমূলক অভিজ্ঞতা দেওয়ার ব্যবস্থা করে। ৭০,০০০ স্কয়ার ফিটেরও বেশি বহুবহুল ব্যাঙ্কেটিং স্পেস সহ তাজ গঙ্গা কুটীর রিসোর্ট অ্যান্ড স্পা বড় উদযাপন, গন্তব্য বিবাহ ও কর্পোরেট রিট্রিটের জন্য আদর্শ স্থান।
অম্বুজা নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়া বলেন, “আইএইচসিএল-এর সঙ্গে আমাদের সফল অংশীদারিত্বকে সামনে রেখে, এই সবাই-উৎসব মরসুমে আমরা রায়চকে ‘কুটীর’ কালেকশনের পঞ্চম সংযোজন তাজ গঙ্গা কুটীর উন্মোচন করতে পেরে আনন্দিত। এই উন্নয়ন কেবল আমাদের যৌথ আতিথ্য উৎকর্ষতার সম্প্রসারণই নয়, বরং পুনরায় খুলে দেওয়ার দিকে একটি পদক্ষেপ।”
কলকাতা থেকে মাত্র আড়াই ঘণ্টার মনোরম ড্রাইভ, রাইচক গঙ্গার তীরে উদ্ভাসিত দুর্গ–শৈলীর স্থাপত্য এবং নদীর তীরের আকর্ষণের সাথে উন্মোচিত হয়। অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন, গ্রামের পথগুলি অন্বেষণ করতে পারেন এবং বাংলার মূল্যবান চায়ের মিশ্রণগুলি এমন একটি পরিবেশে উপভোগ করতে পারেন যা এই অঞ্চলের কালজয়ী চেতনাকে উদযাপন করে।