তানিষ্কের তরফ থেকে বাংলার নারীদের প্রতি সশ্রদ্ধ নিবেদন ‘ রিয়েল ঐশানিস অফ বেঙ্গল’

‘ঢাক’-এর ছন্দ যেন বহন করে নিয়ে আসে পুজোর আনন্দ। আর এই পুজোর জন্য যেন বাঙালির মধ্যে বাসা বাঁধে এক অধীর আগ্রহ। এদিক এই পুজো উপলক্ষে ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল ব্র্যান্ড টাটার তানিষ্ক, গর্বের সঙ্গে উন্মোচন করল তার এক্সক্লুসিভ পুজো কালেকশন ‘ঐশানি’। এই বছরের দুর্গাপুজোর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, তানিষ্ক গর্বিতভাবে সমসাময়িক মহিলাদের পাশে দাঁড়িয়েছে যা বিভিন্ন অবতারে উপস্থাপিত মা দুর্গা এবং ‘দ্য রিয়েল ঐশানিস অফ বেঙ্গল’-এর মাধ্যমে প্রতিটি বাঙালি নারীর মধ্যে লুকিয়ে থাকা মূর্ত শক্তির চেতনাকে জানায় এক বিনম্র শ্রদ্ধা। এখানে বলে রাখা ভাল, ‘ঐশানি’ কালেকশনটি পুজোর প্রয়োজনীয় উপাদানগুলি দ্বারা অনুপ্রাণিত। যেমন তার মধ্যে রয়েছে সুগন্ধি শিউলি এবং কাশ ফুল এবং প্রাণ প্রাণ প্রাচুর্যে পূর্ণ পুজো প্যান্ডেলগুলি।নকশার মোটিফ এবং জটিল ফিলিগ্রি কাজের সাথে সজ্জিত হস্তশিল্পের সোনার গহনা উপস্থাপন করে তানিষ্কের ঐশানি অতুলনীয় কারুকার্যকে। কলকতার আইটিসি রয়্যাল বেঙ্গল, এমনই এক কালেকশনের লঞ্চ করেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তী। যিনি নিখুঁতভাবে রিল এবং বাস্তব জগতে তার পরিচয় তুলে ধরেছেন।

এই প্রসঙ্গে অলোক রঞ্জন, রিজিওনাল বিজনেস ম্যানেজার, ইস্ট, তানিষ্ক, টাইটান কোম্পানি লিমিটেড জানান, ‘এই বছর, আমাদের পুজো কালেকশনের সাথে, আমরা সেই অটুট চেতনাকে সঙ্গী করছি যা প্রতিটি বাঙালি নারীর মধ্যে থাকে এবং এমন একটি চেতনা যা দেবী দুর্গার শক্তিকে প্রতিফলিত করে। আর এই শক্তি বাধা ভেঙে, নতুন পথ তৈরি করতে কেবল নিজেদেরই নয়, তাদের চারপাশের লোকদেরও উন্নতি করতে উৎসাহিত করে।তানিষ্কে, আমরা তাদের অসাধারণ গল্পগুলিকে আরও বাড়িয়ে দিচ্ছি এবং তাদের গতিশীল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ব্যক্তিত্বগুলিকে স্পটলাইট করছি।আমাদের পুজো কালেকশন শুধু তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়;  এটা নিজেই একটি উদযাপন। ঐশানি এই ব্যতিক্রমী নারীদের গল্প বর্ণনা করেছে  যারা সাহসিকতার সাথে দাঁড়ায়, ক্ষমতায়ন করে এবং পথে অন্যদের অনুপ্রাণিত করে।’

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানান, ‘পুজোর জন্য তানিষ্কের চমৎকার ঐশানি কালেকশন হল এই প্রাণবন্ত উৎসবের সারমর্মকে ধরার সঙ্গে  একটি হৃদয়-উষ্ণ উদযাপন। তাদের এই প্রচেষ্টা শুধু প্রশংসনীয়ই নয়, আমাদের এই সময়ের সমসাময়িক বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎসও বটে। সূক্ষ্ম ‘শিউলি ফুল’, মনোমুগ্ধকর ‘কাশ ফুল’ এবং ‘প্যান্ডেল’-এর জাঁকজমক থেকে অনুপ্রাণিত হয়ে এই জটিল ফ্লোরাল মোটিফগুলি বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে প্রাসঙ্গিক থাকাকালীন নস্টালজিয়াকে জাগিয়ে তোলে এবং নারী শক্তির কথা মনে করিয়ে দেয়।’

একইসঙ্গে সংস্থার তরফ থেকে এদিন এও জানানো হয়, ঐতিহ্য, শৈল্পিকতা এবং উদ্ভাবনের সংমিশ্রণকে তুলে ধরা ‘ঐশানি’ পশ্চিমবঙ্গের সমস্ত তানিষ্ক স্টোরগুলিতে পাওয়া যাবে। পুজো উৎসবের অংশ হিসেবে, তানিষ্ক একটি আকর্ষক অফারও দিচ্ছে যেখানে গ্রাহকরা সোনার দাম মেকিং চার্জ এবং ডায়মন্ড জুয়েলারি ভ্যালুতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য বৈধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + twenty =