ভারতের বৃহত্তম গহনার ব্র্যান্ড তনিশ্ক্ (টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত) অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কলকাতার ক্যামাক স্ট্রিটে তাদের বিখ্যাত স্টোরটি নতুন রূপে পুনরায় চালু করে তার রিটেল উপস্থিতি আরও জোরদার করলো। এদিন বিকেল ৪টায় স্টোরটির উদ্বোধন করেন অরুণ নারায়ণ, ভাইস প্রেসিডেন্ট – ক্যাটেগরি, রিটেল ও মার্কেটিং, তনিশ্ক্, টাইটান কোম্পানি লিমিটেড এবং শ্রী. আলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক্। উদ্বোধনকে উপলক্ষ করার পাশাপাশি অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনের আনন্দ উদযাপন করতে, ব্র্যান্ড এক দারুণ অফার দিচ্ছে। যেখানে রয়েছে *প্রতি কেনাকাটায় এক টুকরো সোনার কয়েন একদম ফ্রি! এই আকর্ষণীয় অফারটি পাওয়া যাবে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। নতুন রূপে সাজানো এই স্টোরের ঠিকানা – তনিশ্ক্ ক্যামাক স্ট্রিট, ৪এ, ক্যামাক স্ট্রিট, কঙ্কারিয়া এস্টেটস, পার্ক স্ট্রিট এলাকা, কলকাতা – ৭০০০১৭।
শুধু তাই নয়, প্রায় ১০,০০০ স্কোয়ার ফিট ব্যাপী এই নতুন রূপে সাজানো তনিশ্ক্ স্টোরে মিলবে তনিশ্ক্-র আইকনিক গহনার অসাধারণ সংগ্রহ – চমকপ্রদ সোনার গয়না, ঝকঝকে হিরে, ঐতিহ্যবাহী কুন্দন ও পোলকির বিশাল ভান্ডার। স্টোরে রয়েছে রাজদরবারের জাঁকজমক, রাজপ্রাসাদের আভিজাত্য এবং ভারতীয় ঐতিহ্যের গর্বিত ইতিহাস দ্বারা অনুপ্রাণিত উৎসবের জন্য বিশেষভাবে তৈরি কালেকশন ‘নব-রানী’। এর পাশাপাশি থাকছে বাংলার নারীদের দীপ্তিময় ও অটুট মনোবলের প্রতীক, বিশেষ কালেকশন- ‘আলো’। তনিশ্ক্ ক্যামাক স্ট্রিট স্টোরে আরও পাওয়া যাবে আধুনিক, স্টাইলিশ ও হালকা ওজনের গয়নার কালেকশন ‘স্ট্রিং ইট’, যা প্রতিদিনের পরার জন্য একেবারে উপযুক্ত। তাছাড়াও, পুরুষদের জন্য তনিশ্ক্-র এক্সক্লুসিভ জুয়েলারি লাইন ‘অভীর’-এর চমৎকার সব ডিজাইনও থাকছে এই স্টোরে। এছাড়া থাকছে বিয়ের গয়নার জন্য তনিশ্ক্-র বিশেষ সাব-ব্র্যান্ড ‘রিভাহ্’-এর অসাধারণ কালেকশন, যা দেশের বিভিন্ন প্রান্তের নারীদের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি। বিয়ের গয়নার জন্য এটি হয়ে উঠেছে একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য।
উদ্বোধন উপলক্ষে আলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক্ বলেন, ‘কলকাতার ক্যামাক স্ট্রিটে আমাদের তনিশ্ক্ নতুন করে উদ্বোধনে আমরা দারুণ আনন্দিত। তনিশ্ক্-এ আমরা সবসময়ই গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এই অঞ্চলের অন্যতম প্রিয় গহনার ব্র্যান্ড হিসেবে, আমরা চাই আমাদের অসাধারণ সব কালেকশন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। নতুন সাজে ফিরে আসা এই স্টোরে থাকছে সোনার গয়না, হিরে, সলিটেয়ার, রঙিন রত্নপাথরের গয়না, উৎসব এবং বিয়ের কালেকশন—সব মিলিয়ে এমন এক বৈচিত্র্য যা সব ধরনের রুচির সঙ্গে খাপ খায়। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে এই আইকনিক স্টোর আবার চালু হওয়া আমাদের সেই অঙ্গীকারকে দৃঢ় করে। শুধু তাই নয়,কলকাতার প্রাণকেন্দ্রে আমরা দিচ্ছি গহনা কেনার এক অনন্য অভিজ্ঞতা। আমরা মুখিয়ে আছি আমাদের গ্রাহকদের স্বাগত জানাতে – তনিশ্ক্-এর দুর্দান্ত কারুকাজ ও দীপ্তি উপভোগ করার জন্য।’
উদ্বোধন প্রসঙ্গে তনিশ্ক্-এর ক্যাটেগরি, রিটেল ও মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট, অরুণ নারায়ণ বলেন, তানিশকের কলকাতার কামাক স্ট্রিটের এই পুনঃউদ্বোধন আমাদের গ্রাহকদের অসাধারণ অভিজ্ঞতা সরবরাহ করার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করে। কলকাতা সব সময়ই আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে, যেখানে গয়নাকে তার সাংস্কৃতিক তাৎপর্যের জন্য সম্মান করা হয়। এই রূপান্তরিত স্টোরটি উত্তরাধিকার এবং আধুনিকতার মিশ্রণে এক বিশেষ রিটেল পরিবেশ তৈরি করে। অক্ষয়া তৃতীয়া, সমৃদ্ধি এবং নতুন সূচনার সময়, তানিশকের বিশ্বাস ও কারুশিল্পের মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ, যা কলকাতার মানুষের সঙ্গে আমাদের বন্ধন আরও মজবুত করার সুযোগ প্রদান করে। আমাদের লক্ষ্য হল এমন ভারতীয় ক্রেতার চাহিদা পূরণ করা যারা প্রত্যেক ক্রয়ের মধ্যে অর্থ, কারুশিল্প এবং ব্যক্তিগত সংযোগ খুঁজে থাকে।’ একইসঙ্গে তিনি এও জানান, এই পুনরায় উদ্বোধন আমাদের সেই প্রচেষ্টারই নিদর্শন—যেখানে আমরা ডিজাইনের উৎকর্ষ, আঞ্চলিক প্রাসঙ্গিকতা এবং খুচরো বিক্রয়ের উদ্ভাবনকে একত্রিত করছি, যাতে তনিশ্ক্ শুধু একটি গয়নার ব্র্যান্ড না হয়ে, প্রতিটি উদযাপন এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে এক বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে।”