মহিলা সাংবাদিক হেনস্থার ঘটনায় বরাহনগর থানায় তলব তন্ময়কে

মহিলা সাংবাদিককেহেনস্থারঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরাহনগর থানার পুলিশ। এই তলবের ভিত্তিতে বেলা দেড়টার সময় বরাহনগর থানায় হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য। এরপর বরানগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এদিকে সূত্রে খবর,

রবিবারই তন্ময়কে থানায় ডেকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল বরাহনগর থানার পুলিশ। সিপিএম সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদের বিষয়টি দলকে জানিয়েওছিলেন তন্ময়। রবিবারের পর সোমবারও তাঁকে ফের তলব করে পুলিশ। সিপিএম নেতা এই ঘটনায় ইতিমধ্যেই আইনজীবীর পরামর্শ নিয়েছেন বলে খবর।

এদিকে মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেলিমের কথায়, ‘এই আচরণ অত্যন্ত গর্হিত, সিপিআইএম এই আচরণ কোনওভাবেই সমর্থন করে না। আমরা কোনও ক্ষমার চোখে এহেন আচরণ দেখি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করেছে।

এদিকে রবিবার রাতেই দলের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তন্ময়। তিনি বলেন, ‘একটি মেয়ে অভিযোগ করা মানেই যে সাসপেন্ড করতে হবে, দল যদি এটা মনে করে, তাহলে ঠিক কাজ করেছে। কাল অন্য কারও বিরুদ্ধে যদি কোনও মেয়ে অভিযোগ করে, তাঁকেও সাসপেন্ড করবে। এই রুটিনে যদি দল চলে যায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি আশা করেছিলাম, দল আমার কথা শুনবে।ওই মহিলা সাংবাদিকের অভিযোগ প্রসঙ্গে গতকাল তিনি বলেন, ‘চক্রান্ত, ফাঁসানো এখনই কিছু বলছি না। অভিযোগটা শুনে আমি স্তম্ভিত। একটা কুরুচিকর, পরিকল্পিত কুৎসা।

প্রসঙ্গত, রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। এই ঘটনার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেন, ” এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।দলেরইন্টারনাল কমিটিগোটা ঘটনার তদন্ত করবে। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =