সুদীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাপসের

উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনতে শোনা গেল তৃণমূল নেতা তাপস রায়কে। সম্প্রতি তাপসের বাড়িতে ইডি হানা দিয়েছিল। বিধায়কের দাবি, তাঁর বাড়িতে ইডির হানার নেপথ্যে হাত রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাড়িতে ইডির টিম হানা দেওয়ায় নাকি উল্লাস করেছিলেন সুদীপ, এমনও বিস্ফোরক অভিযোগ তুলতে দেখা যায় তাপস রায়কে। এই প্রসঙ্গে তাপস স্পষ্ট জানান, ‘আমাকে দলের সকলেই বলেছেন। সর্বস্তরের নেতা, সাংসদ, বিধায়করা বলেছিলেন, এটা ওঁরই কাজ। আমার বাড়িতে ১২তারিখ ইডি ঢোকে। তার আগে ২, ৪, ৭ – এই তিনদিন ওঁর বাড়িতে আলোচনাও করেছিল, সে কথাও আমাকে এসে অনেকে বলে গিয়েছেন।’

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানান কুণাল ঘোষ। সুদীপকে ‘মোদি-ভক্ত’ বলেও কটাক্ষ করেন। এরপরই তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলতে দেখা যায় উত্তর কলকাতার অপর দুঁদে তৃণমূল নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়কে। উত্তর কলকাতায় তাপস ও সুদীপের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময়ে তৃণমূলের এই দুই প্রথম সারির নেতার এই অন্তর্দ্বন্দ্বের ছবি ধরা পড়েছে। এরপর শুক্রবার সন্ধেয় বিজেপির সঙ্গে আঁতাতের তত্ত্ব উস্কে দেন কুণাল। তা নিয়েও তাপস বলেন, ‘সেটা না হলে ওঁর মুশকিলও আছে। রোজভ্যালিতে কীসব কেস-টেস আছে না। এদিকে চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে বলে, ওঁর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্যতার কথা।’ তাপস রায় বর্তমানে বরাহনগরের বিধায়ক হলেও, উত্তর কলকাতার রাজনীতির আঙিনায় তিনি অতি পরিচিত। শুক্রবার কুণাল সুদীপের বিরুদ্ধে মুখ খুলতেই ফের উত্তর কলকাতার দলীয় সাংসদের বিরুদ্ধে সরব তাপস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 10 =