কলকাতা ও মালদা, ২৩শে জুন, ২০২৩: ভারতের বৃহত্তম ইন্টিগ্রেটেড শক্তি কোম্পানিগুলোর অন্যতম এবং অগ্রগণ্য ইভি চার্জিং পরিকাঠামো প্রদানকারী টাটা পাওয়ার, দেশে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছো। আর সেই লক্ষ্যেই মালদার কাছে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে বসালো পাবলিক চার্জিং স্টেশন। এখানে বলে রাখা শ্রেয়, গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট মালদা বা সংলগ্ন অঞ্চলের সবচেয়ে বড় লিজারপ্লেক্স অ্যান্ড কনফারেন্স সেন্টারগুলোর অন্যতম। শুধু তাই নয়, এই রিসর্টটি তৈরি করা হয়েছে ৩৪ নং জাতীয় সড়কের উপর। যাকে সড়কপথে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে অনেকেই মনে করে থাকেন।
টাটা পাওয়ার ৩০ কিলোওয়াট এবং ৭.৪ কিলোওয়াটের দুটো ইভি চার্জিং স্টেশন বসিয়েছে এই গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টেই। মালদা স্টেশন থেকে যার দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। খুব বেশি হলে এখানে পৌঁছাতে সময় লাগতে পারে ১০-১৫ থেকে মিনিট, আর এটা একেবারেই কলকাতা-শিলিগুড়ি হাইওয়ের উপর অবস্থিত।
টাটা পাওয়ার, গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টের এই যৌথ উদ্যোগ পরিবহণের ক্ষেত্রে নিঃসন্দেহে এক পরিবেশবান্ধব পদক্ষেপ।