ভারতের ব্র্যান্ডের আয়োডাইজড নুনের সেগমেন্টে পথ দেখানো এবং বাজারের অগ্রগণ্য ব্র্যান্ড টাটা সল্ট এবার এক নতুন ক্যাম্পেন লঞ্চ করল, যা তার আইকনিক জিঙ্গল ‘নমক হোক টাটা কা, টাটা নমক’-কে নতুন প্রাণ দেবে। এই মাল্টি-অ্যাসেট ক্যাম্পেন ‘দেশ কা নমক’ হিসাবে ব্র্যান্ডের যে সর্বজনগ্রাহ্যতা আছে তারই উদযাপন বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সংস্থার এ ব্যাপারে প্রত্যয়ী যে , ‘নমক হোক টাটা কা, টাটা নমক’ জিঙ্গলের ২.০ ভার্শন ক্রেতাদের পছন্দের হবে। একটা উদ্ভাবনীমূলক, মাতিয়ে দেওয়ার মত অভিজ্ঞতার মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড, টাটা সল্ট, সব বয়সের ক্রেতাদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য স্থির করেছে এবং এমন এক ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে যা আজকের মানুষের চাহিদা ও আশাকে স্পর্শ করতে পারে।
এই ক্যাম্পেন সম্পর্কে বলতে গিয়ে দীপিকা ভান, প্রেসিডেন্ট, প্যাকেজড ফুডস – ইন্ডিয়া, টাটা কনজিউমার প্রোডাক্টস বলেন ‘টাটা সল্ট ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং দায়িত্বশীল ব্র্যান্ডগুলোর মধ্যে পড়ে। এর ‘দেশ কা নমক’ উত্তরাধিকার ৪০ বছরের বেশি লম্বা। ১৯৮০-র দশকে তৈরি এর আইকনিক জিঙ্গল দিয়ে তৈরি নতুন ক্যাম্পেন, ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি আবেদন এবং সময়ের সঙ্গে সঙ্গে বদলানোর ক্ষমতাকে কুর্নিশ জানায়। এই উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য দর্শকদের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর করা এবং তাঁদের জীবনের অংশ হয়ে ওঠা, স্বাস্থ্য ও আনন্দ বাড়ানোর প্রতি টাটা সল্টের দায়বদ্ধতা আরও একবার জানান দেওয়া।’
এর পাশাপাশি অনুরাগ অগ্নিহোত্রী, চিফ ক্রিয়েটিভ অফিসার – ওয়েস্ট, ওগিলভি জানান, ‘আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে নুন মানে হল টাটা সল্ট। আর টাটা সল্ট মানে হল বিশ্বাস। এটা ভালবাসার ভিত্তিতে তৈরি একটা সম্পর্ক। মানুষ একটা ঐতিহ্যশালী, আইকনিক ব্র্যান্ডের উপর যে বিশ্বাস রেখেছে, নতুন ‘দেশ কা নমক’ ক্যাম্পেন সেই ভালবাসা ও বিশ্বাসের প্রতিদান দিচ্ছে। আমরা টাটা সল্টের সবচেয়ে জনপ্রিয় টিউনগুলোর একটা মানুষের জীবনের এমন সব মুহূর্তে ফিরিয়ে এনেছি এই ক্যাম্পেনে, যেগুলো নুনের মতই রোজ কাজে লাগে। আশা করি নতুন ‘দেশ কা নমক’ ক্যাম্পেন সবার পছন্দ হবে আর এই ব্র্যান্ডকে তাঁরা চিরকাল যেমনভাবে ভালবেসেছেন তেমনভাবেই ভালবাসবেন।’