গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী চাকরিহারারা। সেখানে শিক্ষামন্ত্রী তাঁদের ভরসা দিয়ে জানিয়েছিলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই হিসেবে সোমবারই ওই দিন। এসএসসি সূত্রে খবর,সোমবার সন্ধে নাগাদ পৃথক তালিকা প্রকাশ করা হবে। চাকরিহারারা আপাতত তারই অপেক্ষায় রয়েছেন।
পূর্ব পরিকল্পনা মতো সোমবার এসএসসি ভবন অভিযান করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। এদিন বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে চাকরিহারাদের জমায়েত শুরু হয়। সেখান থেকেই তাঁরা জানান,যতক্ষণ না তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই তাঁরা অবস্থানে বসে থাকবেন। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে ‘বঞ্চিত’দের বার্তা ‘যোগ্য-অযোগ্য তালিকা করো,নইলে শিক্ষা দফতরে তালা মারো। মিছিল যদিও এখনও এসএসসি ভবন পর্যন্ত পৌঁছয়নি। অন্যদিকে চাকরিহারাদের একাংশ ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে পড়েছেন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও।
দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জন্য ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। যদিও সেই প্রক্রিয়া সরকারের তরফে এখনও শুরু করা হয়নি। যে কারণে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছে। এখন দেখার আজ কমিশনের তরফে যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ হলে সেই প্রক্রিয়া রাজ্যের তরফে শুরু হয় কিনা।