সুখবর দিল কলকাতা মেট্রো। হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। এই ঐতিহাসিক মুহূর্তের আগে আরও একটি মাইলফলক অর্জন করেছে কলকাতা মেট্রো। এই রুটে যাঁরা যাতায়াত করবেন তাঁরা মেট্রো রেলের ভেতর থেকেই তাঁদের আত্মীয়স্বজন, সহকর্মী এবং প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন।
এই যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে হুগলি নদীর নিচে মেট্রো যাত্রীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও তৈরি করা হচ্ছে। যেখানে টেলিকম জায়ান্ট হিসেবে পরিচিত ভারতী এয়ারটেল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের প্রতিটি স্টেশনে ৩৫ মিটার নিচে উচ্চ ক্ষমতাসম্পন্ন নোড বসানোর পরিকল্পনা করেছে। ফলস্বরূপ, মেট্রো যাত্রীরা ফাইভ -জি গতির সঙ্গে, নিরবচ্ছিন্ন ভয়েস কল এবং ডেটা ট্রান্সমিশন উপভোগ করতে সক্ষম হবে। এরফলে প্রত্যেক যাত্রী মেট্রো ভ্রমণের সময় তাদের সংযুক্ত থাকতে সাহায্য করবে।