ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে টানাপোড়েন দমদম জিআরপি আর রাজ্য পুলিশের মধ্যে

দমদমের বেদিয়াপাড়ায় রেল লাইনের ধারের একটি গাছ থেকে ঝুলতে দেখা যায় দেহ। স্থানাীয় সূত্রে খবর, সোমবার রাতে তা প্রথমে নজের আশে। সারা রাত তো বটেই, মঙ্গলবার সকাল পেরিয়ে দুপুর হতে চলল, দেহ নামায়নি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও তারা ঢিলেমি দিচ্ছে। এখনও ওখানেই ঝুলছে! অভিযোগ, কার এলাকায় ঘটনাটি ঘটেছে সেই নিয়ে দায় ঠেলাঠেলি চলতে থাকে পুলিশ আর জিআরপির মধ্যে। কারণ, দমদমের বেদিয়াপাড়ার ৩০ এ বাসস্ট্যান্ড এবং দমদম স্টেশনের মাঝামাঝি জায়গায় ১ নম্বর রেললাইনের ধারে থাকা একটি গাছে যেখানে ব্যক্তির দেহ ঝুলতে দেখা যায় তা কোন থানার আওতায়, তা নিয়েই সিঁথি থানা, দমদম জিআরপি, নাগেরবাজার থানার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, খুন করেই দেহ ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। আসল কারণ জানা যাবে দেহ উদ্ধার হওয়ার পরই। কিন্তু এখনও সে ব্যাপারে কোনও উচ্চবাচ্য নেই পুলিশের মধ্যে। পাশাপাশি স্থানীয় সূত্রে এও জানা গেছে, সোমবার সন্ধে ৬টা থেকে দেহ গাছে ঝুলছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। যদিও এলাকাবাসীরা তা মানতে নারাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =