নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা

ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। নেপাল সরকার সূত্রে খবর, টেক অফের সময় বুধবার রাজধানী শহর কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে। সঙ্গে এও জানানো হয়েছে, বিমানটি পোখরা যাচ্ছিল। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে এয়ারক্র্যাফ্টটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জানা গিয়েছে, ১৯ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। একাধিক হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

নেপাল সরকার সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নেপালের ডোমেস্টিক সূর্য এয়ারলাইন্সের। সেটি রিসর্ট শহর পোখরার দিকে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ উড়ানের সময়ই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। এমারজেন্সি ঘোষণা করা হয় সেখানে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক আধিকারিক বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটকে ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানো সম্ভব হয়েছে। পুলিশ এবং দমকল কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত সকল যাত্রীর পরিস্থিতি সঠিকভাবে জানা সম্ভব হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =