২০২৪-এ টেট হচ্ছে না, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

২০২৪এ আর টেট পরীক্ষা হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। পরপর দু বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই চাকরি প্রার্থীদের নিয়োগ এখনও হয়নি। তাই আপাতত পরীক্ষা নেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে প্রাথমিক টেট নিয়ে বেনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ সামনে এসেছে। এই সব অভিযোগের তালিকা এতই দীর্ঘ ছিল যে এর ফলে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ ছিল প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। অনেক মামলামোকদ্দমার পর ২০২২ সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পাঁচ বছর পর টেট পরীক্ষা হয় ওই ২০২২-এর ডিসেম্বরে। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল টেট নিয়ে আর কোনও সমস্যা হবে না। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। ২০২২এর পর ২০২৩এও প্রাথমিক টেট পরীক্ষা হয়। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘আমরা আগে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব।

উল্লেখ্য, টেট নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন গৌতম পাল জানিয়েছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। শুধু তাই নয়, ২০২৩ সালেই দুবার নিয়োগ হওয়ার কথাও জানিয়েছিলেন গৌতম পাল। সেই কথাও রাখতে পারেননি তিনি। কোনও টেটএর নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। ফলে এ বছর আর টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই খবর পর্ষদ সূত্রে। কারণ, হাতে আর মাত্র ২ মাস সময় আছে। তার মধ্যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নিয়োগ শুরু করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বিচারের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা এই টেট। পাঁচ বছর পর ২০২২এ পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন দেড় লক্ষ প্রার্থী। তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ২০২৩এ পরীক্ষা হলেও, এখনও ফল প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে আবারও পরীক্ষা হলে সমস্যায় পড়বে পর্ষদ।এদিকে, পরীক্ষা না হলেও স্বাভাবিকভাবেই পরবর্তীতে বেড়ে যাবে চাকরিপ্রার্থীর সংখ্যা। পর্ষদ সূত্রের খবর, আগের কিছু আইনি জট ছিল, যার জেরে প্রক্রিয়াগুলো আটকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =