ভলান্টিয়ারের দাদাগিরিতে রাশ পরাতে পারছে না প্রশাসন

ফের শহরে সিভিক ভলিন্টিয়ারের দাদাগিরি। আর এই দাদাগিরি বুঝিয়ে দিচ্ছে কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না এই সব ভল্টান্টিয়ারের বিরুদ্ধে। আর এই দাদাগিরির ঘটনায় নেতাজিনগর থানায় কলকাতা পুলিশের এক সিভিক সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকতলা এলাকার একটি গ্রসারি স্টোরে ঢুকে সেখানকার কর্মীদের আটকে রেখে মারধর, ভয় দেখান এক সিভিক ও বেশ কিছু যুবক। এই ঘটনায় বিজয় দাস, বিশ্বজিৎ হালদার, রোহিত হালদার, জয় দাস ও অভিজিৎ দাসের নামে দায়ের হয়েছে অভিযোগ। এই বিজয়-ই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। সাউথ সাবার্বান ডিভিশনে কর্মরত। পুলিশ সূত্রে খবর, ওই গ্রসারি স্টোরে গোলমালের প্রথম থেকে বিজয় সেখানে উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে বিজয় সেখানে আসেন। এরপর অন্যদের মদত দেওয়ার পাশাপাশি সঙ্গে অশান্তিতে নিজেও জড়িয়ে পড়েন। এদিনের এই ঘটনায় এই সিভিক সহ অন্যান্যদের বিরুদ্ধে মারধর, জোরপূর্বক আটকে রাখা, ভাঙচুর করা, অবৈধ অনুপ্রবেশ, অন্যায় কাজে উৎসাহ দেওয়ার ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। 

কিছুদিন আগেই কসবায় আবার এক সিভিকের আজব কীর্তি দেখা গিয়েছিল। কন্সস্টেবলের পোশাক পড়ে উঠেছিল দাদাগিরির অভিযোগ। তাও আবার মদ্যপ অবস্থায়। কর্মরত ছিলেন প্রগতি ময়দান থানায়। অভিযোগ পেতেই শেষ পর্যন্ত নীরজ সিং নামে ওই অভিযুক্ত সিভিককে গ্রেফতার করে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =