খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। অসুস্থতার উল্লেখ করে সোমবার রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিলেন জেলবন্দি বীরভূম তৃণমূলের সভাপতি। তবে মঙ্গলবার হাইকোর্টে রয়েছে জুরিসডিকসনকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি। প্রসঙ্গত, গত মার্চ মাস থেকে তিহাড় জেলে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ওই জেলেই,৬ নম্বর সেলে রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও।
এদিকে এদিন সম্প্রতি জেলের মধ্যে তাঁর অসুস্থতা বাড়ে বলেও দাবি করেন অনুব্রতর আইনজীবী। এরপরই আদালতে জামিনের আবেদন জানান তিনি। উল্লেখ্য, তিহাড়ে যাওয়ার পর থেকেই বারবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন অনুব্রত। তিহাড়ের জেল হাসপাতালে চিকিৎসাও হয়েছে তাঁর।