তোলা না পেয়ে নিউমার্কেটের ব্যবসায়ীর ওপর  চড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতি

তোলা না দেওয়ায় নিউমার্কেটে হকারদের ওপর তোলাবাজদের তাণ্ডব। এক হকারের মাথায় চপারের কোপ মারারও অভিযোগ। আগেও ওই ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। এই ঘটনায় হকাররা ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশ প্রশাসনের ওপরেও। অভিযোগ, সব জেনে হাত গুটিয়ে রেখেছে পুলিশ। এককথায় ঠুঁটো জগন্নাথের ভূমিকায় কলকাতা পুলিশ, এমনটাই অভিযোগ হকারদের।

জানা গিয়েছে, শনিবার রাতে নিউ মার্কেটে ব্যবসায়ীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগের তির মূলত বহিরাগতদের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছেন হকাররা। এক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, শনিবার দুপুর তিনটে নাগাদ কয়েকজন এসে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা চায়। টাকা দিতে চাননি ওই ব্যবসায়ী। ওই লাইনের প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকেই তাঁরা টাকা চান বলে অভিযোগ। ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করেন, সে সময়ে নিউমার্কেটের কর্তারা যান, কথাবার্তায় তখনকার মতো বিষয়টা মিটমাট হয়ে যায়।

এদিকে ওই ব্যবসায়ীর বাড়ি নিউ আলিপুর এলাকায়। এরপর রাত সোয়া বারোটা নাগাদ তাঁর বাড়ির ওখানে গিয়েই হামলা চালানো হয় বলে অভিযোগ। সঙ্গে এও জানা যাচ্ছে, এর আগেও মেরে এক জনের মাথা ফাটিয়ে দিয়েছিল। একই কেস। চার পাঁচটা কেসও রয়েছে ওদের বিরুদ্ধে। পুলিশ তদন্ত করছে। কিন্তু গ্রেফতার কেউ হয়নি। এই ঘটনায়র প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ‘যারা মেরেছে, তারা তৃণমূলই করে। ওদিকে পার্টি অফিস রয়েছে ওদের।’

আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যবসায়ী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনায় জানান, ‘তৃণমূল মানেই হচ্ছে তোলামূল। এ তো সবাই জানে। বড়রা বালি. পাথর, কয়লা খেতে থাকে। সেটা ওদের মাধ্যম। ছোটরা কী করবে! ওরা এসব করে বেড়ায়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =