সন্দেশখালি কাণ্ডে সিবিআই সিট তদন্ত চলবে, সোমবার এমনটাই জানাল শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার শুনানি ছিল এই মামলার। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে, হাইকোর্ট চলা মামলায় কোনও বাধা নয়, এমনটাই জানাল শীর্ষ আদালত। এর পাশাপাশি হাইকোর্টের রায়েও কোনও হস্তক্ষেপ করা হয়নি শীর্ষ আদালতের তরফ থেকে। একইসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জরুরি হস্তক্ষেপের কোনও পরিস্থিতি নেই। এদিকে শীর্ষ আদালত সূত্রে খবর, জুলাই দ্বিতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি।
এদিকে সন্দেশখালি কাণ্ডে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআই-এর তদন্তের ভিত্তিতেই সেই তল্লাশি অভিযানে নামে এনএসজি। এরপরই এই তল্লাশি অভিযান নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও যায় রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টে গিয়েও লোকসভা ভোটের মাঝে কোনও রকম স্বস্তি পেল না তৃণমূল। এই মামলায় রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রাখে শীর্ষ আদালত। ফের জুলাইতে হবে এই মামলার শুনানি। তবে এই সময়কালে সিবিআই-এর তদন্তপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। ফলে নির্বাচনের সময়েও সন্দেশখালি তদন্ত সিবিআই-এর হাতেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় ১ মাস পরে ফের এই মামলার শুনানি।