প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি। বুধবারই বোর্ডের তরফে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়। জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে।
সিবিএসই-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়ে তা চলবে ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুইদিন পর থেকে, ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম বিষয় হবে এনট্রোপ্রনওরশিপ।অন্যদিকে, প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তব দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সময়মতো পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার কারণেই আগেভাগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে। এতে পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে।