কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানা ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। দুই থানার ওসিকেই কর্তব্য পালনে ব্যর্থতার কারণে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সূত্রে খবর, এই মর্মে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে চিঠি এসেছে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। একইসঙ্গে ওই দুই থানার ওসির বিরুদ্ধে চার্জশিট গঠনেরও নির্দেশ দিয়েছে কমিশন। এর পাশাপাশি ওই দুই থানার নতুন ওসি হিসেবে বেছে নেওয়ার জন্য তিন জন পুলিশ অফিসারের প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে বলা হয়েছে। আগামিকাল বেলা ১১টার মধ্যেই মুর্শিদাবাদের ওই দুই থানার জন্য নতুন অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলার কারণে বর্তমানে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে দেশজুড়ে। এই সময়ে নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে। যার বলে প্রয়োজন অনুযায়ী কোনও জায়গায় আধিকারিকদের বদলি বা সরানোর নির্দেশ দিতে পারে কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে রাজ্যে এরকম একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম এই চার জেলার জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। এছাড়া আরও একগুচ্ছ ক্ষেত্রে অফিসার বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।