শনিবার বদল করা হল ব্যারাকপুরের কমিশনারকে

শনিবার বদল করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। অলোক রাজোরিয়াকে সরানো হল পুলিশ কমিশনার পদ থেকে। তাঁকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে। অপরদিকে, অলোক রাজোরিয়ার জায়গায় ব্যারাকপুরের নতুন সিপি হলে অজয় ঠাকুর। একইসঙ্গে সরানো হল এসপি ট্রাফিক রাজ নারায়ণ মুখোপাধ্যায়কেও। তাঁকে এসপি ট্রাফিক থেকে পাঠানো হল সেকেন্ড ব্যাটেলিয়ানে।

উল্লেখ্য, রাজ্যে বেশ কয়েকটি জেলায় পরপর তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। তার মধ্যে অন্যতম মালদহ, উত্তর ২৪ পরগনা। মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পরই আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কী করছে, তাঁরা নিজেদের কাজ আদৌ ঠিকভাবে করছেন কি না সে কথাও উল্লেখ করেছিলেন মমতা। তবে মুখ্যমন্ত্রী এই বার্তার পরও যে অপরাধের সংখ্যা কমছে না, তা আবারও প্রমাণিত হয় শুক্রবারের ঘটনায়। এদিন নৈহাটির ব্যানার্জি পাড়া এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাবদকে খুন করা হয়। শুধু তাই নয়, ইট দিয়ে থেঁতলে-থেঁতলে মারা হয় সন্তোষকে। এই ঘটনার পরের দিনই দেখা গেল বদলে গিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =