কোভিড আবহে ড্রপ আউটদের নিয়ে চিন্তাভাবনা শুরু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

২০২০-২১ ভোলার নয়। কোভিডে মুখ থুবড়ে পড়েছিল জনজবীন। এই সময়ে ‘ড্রপ আউটে’র সংখ্যাও ছিল প্রচুর। এবার তাঁদের নিয়েই চিন্তা ভাবনা শুরু শিক্ষা দফতরের। সূত্রের খবর, ২০২০-২১ শিক্ষাবর্ষে যাঁরা শিক্ষাব্যবস্থা থেকে দূরে চলে গিয়েছেন ২০২৪-২৫ সালে তাঁদের ফের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই স্কুলে স্কুলে পৌঁছেছে সংসদের নির্দেশ। চলতি শিক্ষাবর্ষেই ভর্তি হতে পারবে সেই পড়ুয়ারা।

কোভিড আবহে বেশ কয়েকমাস ধরে বন্ধ ছিল স্কুল-কলেজ। অনেক জায়গায় অনলাইনে পঠন-পাঠন হলেও সব পড়ুয়ার ক্ষেত্রে সেই সুযোগ পাওয়া সম্ভব ছিল না। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে সেই সুযোগ কম থাকায় অনেকেই পড়াশোনা ছেড়ে দেয়। তাদেরই আবার নতুন করে সুযোগ দেওয়ার কথা ভেবেছে সংসদ। কারণ, অনেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করেনি। অর্থাৎ তাদের স্কুল ছাড়ার পর প্রায় তিন বছর পেরিয়ে গিয়েছে। তারা এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আবার পঠন-পাঠন শুরু করতে পারবে। সমীক্ষায় জানা যায়, পেটের দায়ে অনেক পড়ুয়াই স্কুল থেকে মুখ ফিরিয়েছে। কেউ পরিবারের কাজে হাত লাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =