নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ভূমিকায় ফের প্রশ্ন আদালতের

নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের পাশাপাশি মামলা চলছে সুপ্রিম কোর্টেও। তবে তদন্তকারী সংস্থার তদন্তের গতি নিয়ে বারবারই প্রশ্ন উঠছে আদালতে। ফের সেই প্রশ্ন আবারও উঠল সোমবার। আর তাতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তদের বিষয়ে ইডির ভূমিকা প্রশ্নের মুখে।

কারণ, বারবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। সোমবার বিকাল ৩টেয় এই মামলার শুনানি হওয়ার কথা। ইডির বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু ইডির তরফে আবেদন করা হয় মামলা পিছিয়ে দেওয়ার জন্য। সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই বলে জানানো হয়। আর তাতেই বিরক্ত আদালত।

এই প্রসঙ্গে বিচারপতি শুভ্রা ঘোষ জানান,এমন মামলায় বারবার যদি দিন পিছিয়ে দিতে হয় তাহলে মুশকিল। এর আগেও ইডি সময় নিয়েছে। আগামী ১২ অগাস্ট বেলা সাড়ে ৩ টায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তবে বিচারপতির সতর্কবার্তা, কোনওভাবে যেন শুনানির পরবর্তী দিন পিছনোর আবেদন না করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =