রাজ্যের আর্জি মানল না আদালত, মিছিল হবে ক্যামাক স্ট্রিট দিয়েই

বুধবার কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের যে মিছিল রয়েছে তার রুটের একটি অংশ নিয়ে আপত্তি তোলা হয় রাজ্যের তরফ থেকে। এরপর হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জিও জানানো হয়। তবে তাতে কাজের কাজ কিছু হল না। আদালত এদিন জানিয়ে দেয়, গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটে কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের মিছিল যাবে ক্যামাক স্ট্রিট হয়েই। তবে বিচারপতি জয় সেনগুপ্ত একইসঙ্গে এও জানিয়ে দিয়েছেন, ওই রুটে মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা বা দুর্ভোগ না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে হবে মিছিলের উদ্যোক্তাদের। বিচারপতির সংযোজন, মিছিলের জন্য প্রয়োজনীয় পুলিশি বন্দোবস্ত রাখতে হবে এবং প্রয়োজনে চ্যানেল করে মিছিল পাস করাতে হবে।

প্রসঙ্গত, সোমবারই রাজ্যের তরফে ক্যামাক স্ট্রিট এলাকা দিয়ে মিছিল যাওয়া নিয়ে আপত্তি জানানো হয়। রাজ্যের বক্তব্য ছিল, ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে।অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের কথা আদালতে উল্লেখও করে রাজ্য। একইসঙ্গে এও জানায়, মিছিলের ফলে ওই রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল রাজ্য। কিন্তু এদিন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনাদের বলা কোনও স্কুল ক্যাম্যাক স্ট্রিটে নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 7 =