নারদ মামলায় শুনানির দিন আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করল ব্যাঙ্কশাল কোর্ট। নারদ মামলাতে সোমবার আদালতে হাজিরা দেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। অনুপস্থিত ছিলেন এসএমএইচ মির্জা। হাইকোর্টে যে মামলা বিচারাধীন সেখানে ইডি ২০৭ – এ অরিজিনাল ডকুমেন্ট এখনও পেশ করেনি। সেই কারণে হাইকোর্টের দিকে তাকিয়ে ৩০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ব্যাংকশাল কোর্ট, এমনটাই জানান অভিযুক্তদের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত।
এদিকে এদিন আদালত চত্বরে বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতা নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বুদ্ধবাবুর মতো মানুষ হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন, ভাবাই যায় না।‘ রাজ্যের উল্লেখযোগ্য প্রকৃত রাজনীতিকদের মধ্যে অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মদন মিত্র।