স্বস্তির দিন শেষ হতে চলেছে। আবার গরম পড়বে। তাপমাত্রাও বাড়বে বেশ খানিকটা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রবিবারের পর আর ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।বৃষ্টির আর সম্ভাবনা নেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। সোমবার থেকে এই সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবারও ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে সোমবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে এও জানানো হয়েছে, পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশের আশপাশে। তবে তারপর থেকে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করবে পারদ। তাপমাত্রা সর্বত্রই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে এপ্রিল জুড়ে দহনজ্বালায় জ্বলেছে গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রা দিনের পর দিন ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। দক্ষিণের সব ক’টি জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। কোথাও কোথাও পারদ পৌঁছে গিয়েছিল ৪৫ ডিগ্রিতেও। বৃষ্টির সাময়িক ‘স্পেল’ শেষ হলে আবার সেই দিন ফিরতে চলেছে কি না, তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ।