বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলা ও ওড়িশার উপকূলে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার সকালে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর শক্তি বৃদ্ধি করে বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেটি। আর এই ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে ‘ডানা’। এরপর ঘূর্ণিঝড় ‘ডানা’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বৃহস্পতিবার, ২৪ অক্টোবর সকালেই বাংলা ও ওড়িশার উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর সকালের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে বয়ে যেতে পারে ‘ডানা’। সঙ্গে এও জানানো হয়েছে যে, বাংলার সাগরদ্বীপ এবং ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও জায়গায় স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
এই ‘ডানা’র প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ার দুই-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই আট জেলাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ করা যাবে। বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।