রক্ত দিয়ে কুকুর প্রাণ বাঁচাল অপর একটি কুকুরের।
এমন ঘটনা ঘটেছে কর্নাটকের কোপ্পালে। কোপ্পাল শহরের একটি ভেটেরিনারি ক্লিনিকে ৯ বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয়। কুকুরটির হিমোগ্লোবিন ৩-এ নেমে এসেছিল। প্রাণ বাঁচাতে তৎক্ষণাৎ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।
কিন্তু এত তাড়াতাড়ি রক্ত মেলার কোনও উপায়ও পাচ্ছিলেন না চিকিৎসকেরা। পশু চিকিৎসক বাসবরাদ পুজারা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা চিকিৎসকের প্রস্তাবে রাজিও হয়ে যান। ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যান ভৈরব-কেও নিয়ে আসেন। ভৈরবের সঙ্গেই রক্তের নমুনা মিলে যাওয়ায়, রক্ত দেয় ওই ডোবারম্যান। ১২ মিনিটের মধ্যে ৩০০ মিলি রক্ত দেয় ভৈরব। প্রাণ বাঁচে ওই ল্যাব্রাডরের।