চার নতুন জেলাশাসকের নাম জানাল নির্বাচন কমিশন

চার জেলার নতুন জেলাশাসকদের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলাশাসকের নামে অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হিসেবে ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাসগুপ্তর নামে অনুমোদন দেওয়া হয়েছে কমিশনের তরফে। বীরভূমের জেলাশাসক পদের জন্য কমিশন সবুজ সংকেত দিয়েছে শশাঙ্ক শেঠির নামে। ইনিও ২০১০ সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক করা হচ্ছে ২০১১ সালের ব্যাচের রাধিকা আইয়ারকে এবং ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে ২০০৭ সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে।

উল্লেখ্য, গতকালই এই চার জেলার জেলাশাসকদের দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের জায়গায় নতুন চার জেলাশাসককে দায়িত্বে আনল কমিশন। এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাজ্য পুলিশের ডিজি পদেও দু’বার বদল হয়ে গিয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে প্রথমে বিবেক সহায়, তারপর ২৪ ঘণ্টার মধ্যেই ফের বদলে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি করেছে নির্বাচন কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =