নিজের মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তিন তলার বারান্দা দিয়ে পনেরো বছরের মেয়েকে ফেলে দেওয়ার এই ঘটনা ঘটেছে যাদবপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, যাদবপুর থানা এলাকার আনন্দপল্লিতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় গোপ। তাঁকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত চিন্ময় তাঁর পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দেয়। হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ শুনে ঠিক কী ঘটেছে তড়িঘড়ি তা দেখতে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ওই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এম.আর বাঙুর হাসপাতালে। এরপরই প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী ও অমিত চক্রবর্তী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় চিন্ময় গোপকে । কিন্তু কেন এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। সারা ভারত ততা বিশ্বজুড়ে যখন নারী দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে ঠিক সেই সময় কী কারণে নিজের মেয়েকে মৃত্যুমুখে ঠেলে দিল বাবা তা জানতে পারা যায়নি। তদন্তে পুলিশ।