ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। এবারে ঘটনাস্থল সেক্টর ফাইভ। সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের ১১ তলায়। এদিকে এই ১১ তলায় রয়েছে একটি কল সেন্টার। এরই অফিসের পাশে লিফটের সার্ভিস রুমে লাগে আগুন। তা নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। তবে কিছু সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় আশেপাশে। সল্টলেকের সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে যে তলায় আগুন লাগে সেখানে একটি কল সেন্টার রয়েছে। অফিসের পাশেই লিফটের সার্ভিস রুমে আগুন লাগে। অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার নাইট শিফট এর কর্মীরা প্রথমে পোড়া গন্ধ পান। লক্ষ্য করেন যে সার্ভিস রুম থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপরেই আগুনের ফুলকিও দেখা যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। এদিকে ইতিমধ্যেই বিল্ডিংয়ের কর্মীরা মজুত রাখা স্মোক স্প্রে করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। এরপর দমকল এসে আগুন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনও কিছুই বলতে পারেননি দমকল আধিকারিকেরা।তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী।