হাজারো চেষ্টা বা আর্জির পর কিছুতেই জামিন মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাই এবার মরিয়া হয়ে ইডি-র প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ হলেন তিনি। ইডি-র এই প্রাক্তন আইনজীবী আর সামসুদ্দিন ইতিমধ্যেই পার্থর জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করেছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে সূত্রে খবর। প্রসঙ্গত, ২০১৪-২০১৮ সালে ইডি-র আইনজীবী ছিলেন সামসুদ্দিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন তিনি। সেই সূত্রে ইডি-র তদন্তের ধরন সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী মহলের একাংশের মতে, যে তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত আইনজীবী, তাঁকে যদি অভিযুক্তের তরফে দাঁড় করানো হয়, তাঁর কথার মারপ্যাঁচ অনেকটাই আলাদা হবে। কারণ তিনি তদন্তকারী সংস্থার তদন্তের ধরন সম্পর্কেই খুঁটিনাটি জানবেন। ইডি- ভবিষ্যতে পার্থকে কী ভাবছে, তাঁকে কোনও পথে চাপে রাখতে পারে, অভিজ্ঞতায় সেই সম্পর্কেই একটা ইঙ্গিতও দিতে পারেন আইনজীবী। ফলে তিনি যদিন পার্থর হয়ে সওয়াল-জবাব করেন, তাহলে জামিন পেতে অনেকটাই সুবিধা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এতো চেষ্টা করেও জামিন মিলবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।