কলকাতা পুলিশের হাফ-ম্যারাথন ঘিরে উন্মাদনা শহরজুড়ে

রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারথন ঘিরে ছিল ব্যাপক এক উন্মাদনা। ছুটির দিনে শীতের শহরের সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে অংশ নেন রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি। অংশ নেন সাধারণ মানুষও। রেড রোড থেকে শুরু হয় হাফ-ম্যারাথনের তিনটি বিভাগের দৌড়। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার এই তিনটি বিভাগে ইচ্ছামতো যে কোনও পর্যায়ে অংশগ্রহণ করেন প্রতিযোীতারা। প্রায় ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথনের উদ্যোগে।তবে এই দৌড়ের মাঝেই ঘটে  দুর্ঘটনা। ভেঙে পড়ে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনের তোরণ। ঘটনায় আহত হন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা।

এদিন কলকাতা পুলিশের দৌড়ে সামিল হন ডায়মন্ড হারের সাংসদ তথা তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে দৌড়াতে দেখা যায় ডায়মন্ডহারবাবের সাংসদকে। এদিন এই দৌড়ে অংশ নেন দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা-র মত টলিউড সেলব্রিটিরাও। সেফ ড্রাইভ, সেভ লাইভ-কলকাতা পুলিশের এই উদ্যোগে সামিল হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি, মা উড়ালপুল-সহ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের রেড রোডেই দৌড় শেষ করেন প্রতিযোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =