ফের এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। সুখেন্দু শেখর রায় এদিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘রাত দখল করো- সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদায় বাঁচার মৌলিক অধিকার দখল করুক মানুষ।’ প্রসঙ্গত, বুধবার রাতেও ‘রাত দখল’-এর মতো কর্মসূচি রয়েছে। ফলে তার আগে সুখেন্দু শেখরের এই পোস্টে ফের জল্পনা ছড়ায়।
আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই৷ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনটি স্ট্যাম্প তার মধ্যে মাঝখানের স্ট্যাম্পটি ভেঙে গেছে। তিনি ক্যাপশানে লেখেন, ‘ মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে। এরপর কী?’
এর আগেও আরজি কর কাণ্ড নিয়ে তাঁর অবস্থান দলের অস্বস্তি বাড়িয়েছিল। তবুও সেই সুখেন্দুশেখর তাঁর অবস্থান থেকে সরে আসেননি। রবিবার, বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, ‘ বাস্তিল দুর্গের ছবি শেয়ার লিখেছেন, ১৭৮৯ সালের জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয় বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের।’