কলকাতা সহ শহরের উপকণ্ঠের মানুষদের এখন লাইফ লাইন মেট্রো রেল। এদিকে কলকাতা মেট্রো সূত্রে খবর, শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। শনিবার ও রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
ফেব্রুয়ারিতে দু’দফায় মোট আট দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ ছিল। সূত্রের খবর, ফের টানা আড়াই দিন অর্থাৎ প্রায় ৬০ ঘণ্টা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকতে পারে।
কলকাতা মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট কতখানি নিরাপদ তা খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। সে কারণেই শুক্রবার সন্ধে থেকে টানা আড়াই দিন সংশ্লিষ্ট রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। ওই সময় সংশ্লিষ্ট রুটে মেট্রোর খুঁটিনাটি খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
মেট্রো সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শুক্রবার সন্ধে ৭টায় শেষ মেট্রো ছাড়বে। একইভাবে শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে সন্ধে ৭টা ৩ মিনিটে শেষ মেট্রো ছাড়তে পারে। সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।
এর আগে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালুর জন্য ১৩ থেকে ১৬ তারিখ এবং পরে দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দুটি রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।