ওয়েস্ট বেঙ্গল ডাইরি’র ছবি প্রকাশে কোন বাধা নেই, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ইউটিউবে ট্রেলার প্রকাশিত হয়েছে ‘ ওয়েস্ট বেঙ্গল ডাইরিস’-নামে এই ছবির। সেই ছবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা বলা হয়েছে বলেই অভিযোগ। সঙ্গে মামলাকারীর এও দাবি যে, সেখানে রাজ্য প্রশাসনের সমালোচনা হয়েছে। এই অভিযোগের ওপরেই ছবির রিলিজের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি।
এদিকে আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম গুরুত্বই দিলেন না অভিযোগকারীর আর্জিতে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘বই বা সিনেমা ব্যানের ওপর সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। আপনাকে কেউ কিছু চাপাচ্ছেন না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। যদি কেউ কাউকে সমালোচনা করেন সেটা তার অধিকার আছে। এই ধরণের জনস্বার্থ মামলা আমাদের কাছে উপচে পড়ছে। বুধবারই একই ধরণের বিষয়ে একজনকে সতর্ক করেছি। এসব বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু আছে। এরাজ্যের মানুষ অনেক সহনশীল। তাঁদের বিবেচনার ওপর ছেড়ে দিন।’ এদিকে আদালত সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল ডাইরি মামলা তিন সপ্তাহ পর শুনানি।