সন্দেশখালিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন সংসদ

নির্বিঘ্নে সন্দেশখালিতে কী ভাবে হওয়া সম্ভব উচ্চমাধ্যমিক পরীক্ষা তা নিয়ে উদ্বিগ্ন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ, সন্দেশখালি রাধারানি হাইস্কুলে ৭০০ জনেরও বেশি পরীক্ষার্থীর আসন পড়েছে। এদিকে ওই স্কুলেই রয়েছে পুলিশ ক্যাম্প। এই অশান্তির বাতাবরণে, স্কুলে পুলিশ ক্যাম্প থাকাকালীন কী করে পরীক্ষা হবে, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে সংসদের।

সেই কারণেই মঙ্গলবার সন্ধের মধ্যেই স্কুল থেকে পুলিশকে সরানোর অনুরোধ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন সংসদের উচ্চপদস্থ আধিকারিকদের রাখা হবে সন্দেশখালির এই স্কুলে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাও করেছে সংসদ। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাতে পৌঁছাতে পারে তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে সংসদকে এ ব্য়াপারে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাসও দেওয়া হয়েছে বলে সূত্রে খবর।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার আগেই উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি৷ সেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন নিয়ে কার্যত তোলপাড় পড়ে যায়৷ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই পুলিশি টহলদারি, একের পর এক দিন ১৪৪ ধারা থাকায় পরীক্ষার্থীদের মনে শঙ্কা দেখা দেয়৷ যদিও মাধ্যমিক পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই৷ পুলিশ আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করেছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। উচ্চমাধ্যমিকের জন্যও হয়ত তেমনই ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nine =