নিউটাউনের ঘটনায় শোকজ করা হল টেকনো সিটি থানার আইসিকে

সোহম চক্রবর্তীর সঙ্গে নিউ টাউনের রেস্তোরাঁর মালিকের অশান্তির ঘটনায় শোকজ করা হল টেকনোসিটি থানার আইসি সোমনাথ ভট্টাচার্যকে। গত একমাস আগে নিউ টাউনের শুটিং করতে এসে রেস্তোরাঁ মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ হয় টেকনোসিটি থানায়। পুলিশ সোহমের বিরুদ্ধে জামিনযোগ্য এবং তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করেছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন আনিসুল। এরপরই এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বুধবার ভর্ৎসনার মুখে পড়তে হয় বিধাননগর কমিশনারেটকে।

আদালত সূত্রে খবর, শুক্রবার আদালতে ঘটনার দিন কি ঘটেছিল তার কোন ভিডিও ফুটেজ নেই কেন জানতে চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ঘটনার দিনে সিসিটিভি চলছিল না। এরপরই আদালতের পক্ষ থেকে জানানো হয় রেস্তোরাঁ মালিক বেশ কিছু সিসিটিভি ফুটেজ দিয়েছে যেখানে হাতাহাতির ভিডিও ফুটেজ রয়েছে। এরই রেশ ধরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এইসব সিসিটিভি ফুটেজ কোথা থেকে আসলো তা নিয়ে। এরপরই বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে টেকনোসিটি থানার আইসি সোমনাথ ভট্টাচার্যকে শোকজ করা হয়। একইসঙ্গে কলকাতা হাইকোর্ট বিধাননগর পুলিশের উপ-নগরপালের কাছে রিপোর্ট তলব করে জানতে চাওয়া হয়েছে, টেকনো সিটি থানার সিসি ক্যামেরা কতদিন ধরে কাজ করছিল না তাও জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =