অগ্নিকাণ্ডের ঘটনা নোনাপুকুরে, দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার ৩

রবিবারের বিকেলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা মধ্য কলকাতায়। নোনাপুকুর এলাকায় একটি বাড়িতে আগুন লেগে যায় বলে খবর। ১৮১, এজেসি বোস রোড এলাকার একটি বহুতলে আগুন লেগে যায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় বাড়িটি হওয়ায় ভেতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে বেগ পেতে হয় দমকলকে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্য চালাতে গিয়ে মুশকিলে পড়েন। তবে এর মধ্যে থেকেই মই দিয়ে উপরে ওঠেন এক দমকল কর্মী। ঘরের ভিতর থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।

দমকল ও স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল ৫টা নাগাদ নোনাপুকুরে একটি তিনতলা বাড়ির জানলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। সঙ্গে কালো ধোঁয়ায় ঢাকে এলাকা। এদিকে সেই সময় ওই বাড়িতে ছিলেন বেশ কয়েকজন। প্রতিবেশীরাই তড়িঘড়ি দমকলে খবর দেয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দুটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল সূত্রে খবর, ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় প্রথমেই আগুন অ্যারেস্ট করার চেষ্টা করা হয়। আগুন লাগার কারণ হিসেবে নিশ্চিত ভাবে কোনও কিছুই বলতে পারেননি দমকল আধিকারিকেরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেরেই অগ্নিকাণ্ড। একইসঙ্গে ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা সে ব্যাপারেও কোনও তথ্য মেলেনি দমকলে আধিকারিকদের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =