আত্মীয় পরিচয় দিয়ে ক্ষিপ্রতার সঙ্গে চুরি বাঁশদ্রোণিতে

আত্মীয় বলে পরিচয় দিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে চুরির ঘটনা বাঁশদ্রোণি এলাকায়। ১৫ মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে আলমারি সাফ করে চলে গেলেন এক মহিলা, আর যা দেখে অবাক এলাকাবাসী। তাঁদের বক্তব্য, ঘটনা যে ভাবে ঘটেছে তা রুপোলি পর্দার ঘটনাকেও হার মানায়।

এদিকে সূত্রে খবর, চা করতে গিয়ে গায়ে গরম চা পড়ে গিয়ে জখম হন গৃহকর্ত্রী। সেইসময় বাড়ির মেইন গেট পরিচারিকা আসার জন্য খোলা রাখা ছিল। আর সেই সুযোগেই দোতলা বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় মহিলা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আত্মীয়ের পরিচয় দিয়ে আলমারি সাফ করে দ্রুত পায়ে হেঁটে ১৫ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই মহিলা।

অভিনব এই চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতেই বাঁশদ্রোণি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগে জানানো হয়েছে,  আলমারি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি গিয়েছে। এদিকে সমগ্র ঘটনা বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও এখনও পর্যন্ত অধরা ওই অজ্ঞাতপরিচয় ‘আত্মীয়া’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =